পাম অয়েল রফতানি ছাড়পত্র দিয়েছে ইন্দোনেশিয়া

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-০৩ ০৯:৪৫:৩৯


অবশেষে ফের চালু হতে যাচ্ছে ইন্দোনেশিয়ার পাম অয়েল রফতানি। দেশটি বৃহস্পতিবার ১ লাখ ৭৯ হাজার ৪৬৪ টন পাম অয়েলের রফতানি ছাড়পত্র ইস্যু করেছে। ইন্দোনেশিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।

ইন্দোনেশিয়ার সরকার গত বছরের নভেম্বর থেকে পাম অয়েলসংক্রান্ত পলিসিতে বেশ কয়েকবার পরিবর্তন এনেছে। সর্বশেষ গত এপ্রিলের শেষ দিকে পণ্যটির রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। উদ্দেশ্য স্থানীয় বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণ। তবে এ সিদ্ধান্তে স্থানীয় কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা উৎপাদিত পণ্যের দাম কমে যাওয়ায় লোকসানের অভিযোগ করেন। এছাড়া আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম লাগামছাড়া হয়ে পড়ে। অবশেষে গত সপ্তাহে রফতানি নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়। কিন্তু ডমিস্টিক মার্কেট অবলিগেশনের (ডিএমও) আওতায় স্থানীয় বাজারে কতটুকু পাম অয়েল সরবরাহ করতে হবে তা নির্ধারণ না হওয়ায় রফতানি চালু করা সম্ভব হয়নি। দেয়া হয়নি রফতানি ছাড়পত্রও। ফলে নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেও রফতানি শুরু করতে পারেনি ব্যবসায়ীরা। গতকাল ছাড়পত্র দেয়ার পর রফতানিতে সব বাধা কেটেছে। বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার ১৮টি কোম্পানিকে ১৬০টি রফতানি ছাড়পত্র ইস্যু করেছে।

সানবিডি/এনজে