পদবি পরিবর্তনসহ তিন দফা দাবিতে নওগাঁর ৯৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবরা দুই দিনব্যাপী কর্মবিরতি শুরু করেছেন। গতকাল রোববার সকাল ৯টা থেকে শুরু হয়ে এই কর্মবিরতি আজ সোমবার ৫টা পর্যন্ত চলবে।
কর্মবিরতি উপলক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) ব্যানারে গতকাল সকাল ৯টা থেকে জেলার ১১টি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইউপি সচিবরা।
ইউপি সচিবদের দাবিগুলো হলো, ইউনিয়ন পরিষদ সচিবদের পদবি পরিবর্তন করে ১০ম গ্রেড স্কেলের মর্যাদা প্রদান, বেতন-ভাতাদি সকল সুবিধা সরকারি কোষাগার থেকে প্রদান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতকল্পে পারিবারিক পেনশন প্রথা চালু। এই তিন দাবিতে সারাদেশে কর্মবিরতি, মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করছেন ইউপি সচিবরা।
এ বিষয়ে বাপসার নওগাঁ জেলা কমিটির সভাপতি আব্দুল মতিন বলেন, তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের মতো নওগাঁর ৯৯টি ইউনিয়নে দুই দিনব্যাপী কর্মবিরতি পালন করা হচ্ছে। ১১টি উপজেলার উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে ইউনিয়ন পরিষদের সচিবরা অবস্থান কর্মসূচি ও সভা-সমাবেশ করছেন।
সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার বিমান বলেন, আমরা সরকারি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগপ্রাপ্ত হলেও অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেও আমরা মর্যাদাহীন। আমাদের ন্যায্য দাবি না মানা হলে প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।
সানবিডি/ঢাকা/রাআ