নিরঙ্কুশ জয়ের পথে হাসান রুহানি!!
আপডেট: ২০১৬-০২-২৮ ১৯:০৩:৫০

ইরানে সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে এগোচ্ছেন সংস্কারপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানি। শুক্রবারে অনুষ্ঠিত নির্বাচনের ভোট গননার প্রাথমিক ফল থেকে এই আভাস পাওয়া গেছে। রবিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির পক্ষের সংস্কারবাদী সমর্থকরা রক্ষণশীলদের চেয়ে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত ৯০ শতাংশের মতো ভোট গণনা হয়েছে। রাজধানী তেহরানের প্রায় সব কটি আসনই সংস্কারবাদীরা জয় করতে যাচ্ছেন।
বিশ্বনেতাদের সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষরের পর এটিই ইরানের প্রথম সংসদ নির্বাচন।
ইরানের সর্বোচ্চ নেতাদের সম্মেলনে গঠিত ৮৮ সদস্যবিশিষ্ট এসেম্বলি অব এক্সপার্ট-এ প্রেসিডেন্ট হাসান রুহানি ও সাবেক প্রসিডেন্ট আকবার হাশমি রাফসানজানির সমর্থকরাই এগিয়ে রয়েছেন।
২০১৭ সালের পুনর্নির্বাচনে রুহানির সম্ভাবনা কতখানি, এই বিষয়টিতেও প্রভাব ফেলবে শুক্রবারের এই নির্বাচনের ফল। ২৯০ আসনের সংসদ সদস্য নির্বাচন এবং এসেম্বলি অব এক্সপার্ট-এর সদস্যদের নির্বাচনের জন্য এই টুইন বা ডাবল ভোট অনুষ্ঠিত হলো।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













