অবসরে তেভেজ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-০৪ ২১:০৮:৫০

পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ। বাবার মৃত্যুর পর ৩৮ বছর বয়সে ফুটবলকে বিদায় বলে দেন তিনি।
স্কাই স্পোর্টসের খবরে জানা গেছে, তেভেজ ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রিমিয়ার লিগে খেলেছেন। ২০০৬-০৭ মৌসুমে ওয়েস্ট হ্যামকে রেলিগেশন থেকে উদ্ধার করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২০০৭ থেকে ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেন। দুই মৌসুমে দলটিতে ৬৩ ম্যাচ খেলে ১৯ গোল করেন। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে খেলেন। পরে দুই মৌসুম জুভেন্টাসে খেলে ২০১৫ সালে আর্জেন্টিনায় ফিরে যান।
শেষ কয়েক মৌসুম বাল্যকালের ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে খেলছিলেন তেভেজ। ২০২১ সালের শুরুর দিকে বাবা হারানোর পর খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
আমেরিকা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, ‘আমি অবসর নিয়েছি, এটা নিশ্চিত। অনেক কিছুর অফার পেয়েছিলাম আমি। কিন্তু খেলা খুব কঠিন ছিল, কারণ আমি আমার এক নম্বর ভক্তকে হারিয়ে ফেলেছি।’
তেভেজ করিন্থিয়ান্স এবং সাংহাই সিনহুয়ার হয়েও খেলেছেন। তিনি বিভিন্ন ক্লাবের হয়ে মোট ৭৪৬টি ম্যাচ খেলে ৩০৮ গোল করেন। আর আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৭৬ ম্যাচে ১৩ গোল করেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












