কালই বিয়ে করছেন প্রীতি ?
আপডেট: ২০১৬-০২-২৮ ১৯:৩২:১৮

আগামীকাল সোমবার নাকি বিয়ে করছেন জনপ্রিয় বলিউড তারকা প্রীতি জিনতা! পাত্র আর কেউ নন, প্রীতির সেই নিউ ইয়র্কের বন্ধু জেনে গুডএনাফ।স্পটবয় ডটকমের বরাত দিয়ে ভারতের টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে। গত জানুয়ারিতে ‘কাল হো না হো’র এই তারকা যুক্তরাষ্ট্রে গোপনে বিয়ে করেছেন বলে খবরও প্রকাশিত হয়েছিল ভারতের বিভিন্ন গণমাধ্যমে।
খবরে বলা হয়েছে, বিয়ের আগের সব প্রস্তুতি নাকি প্রীতি সম্পন্ন করেছেন। বিয়েটা মিডিয়ার কাছে গোপন রেখেই সেরে ফেলতে চান প্রীতি। খুব অল্প কয়েক জন বন্ধু এবং আত্মীয়স্বজন নিয়ে নিজের বিয়ের অনুষ্ঠান সেরে ফেলতে চান এই অভিনেত্রী। গত ১৮ মাস ধরে নাকি নিউ ইয়র্কের বন্ধু জেনে গুডএনাফের সঙ্গে ডেট করছেন প্রীতি।
কিছুদিন আগে সংবাদমাধ্যমের ওপর চটে গিয়ে প্রীতি নিজের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন যে, বিয়ে করছেন না তিনি। কিন্তু এতে গুঞ্জন একটুও কমেনি। বরং সেই গুঞ্জনই এখন সত্য হতে চলেছে। অবশ্য এবারের প্রচারণায়ও মুখ খুলেননি ‘বীর জারা’র এই তারকা।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













