ভোমরায় ২১১ কোটি টাকার শুকনো হলুদ আমদানি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০৫ ১৬:১৪:৪৪

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কমেছে শুকনো হলুদ আমদানি।গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের দশ মাসে মসলা পণ্যটির আমদানি গত বছরের একই সময়ের তুলনায় অন্তত ৩০ শতাংশ নিম্নমুখী ছিল। এক্ষেত্রে চাহিদা কমে যাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা।
এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনো হলুদ আমদানি হয়েছে ১৮ হাজার ৫২২ টন, যার মূল্য ২১১ কোটি ১৭ লাখ টাকা। আমদানীকৃত হলুদ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১০ কোটি ৫৬ লাখ টাকা। অন্যদিকে ২০২০-২১ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত শুকনো হলুদ আমদানি হয়েছিল ২৬ হাজার ৮৬৮ টন, যার মূল্য ছিল ৩০৩ কোটি ৯৪ লাখ টাকা। সরকারের রাজস্ব আয় হয়েছিল ১৫ কোটি ২০ লাখ টাকা।
ভোমরা বন্দরের অন্যতম মসলা পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, চলতি অর্থবছর তার প্রতিষ্ঠানে শুকনো হলুদ আমদানি কমেছে। গত অর্থবছর প্রতি মাসে গড়ে ২০০-২৫০ ট্রাক শুকনো হলুদ আমদানি হয়েছে। কিন্তু চলতি অর্থবছর ১৭০-১৮০ ট্রাক শুকনো হলুদ আমদানি হচ্ছে। তিনি বলেন, দেশীয় বাজারে হলুদের চাহিদা কম থাকায় আমদানি নিম্নমুখী।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













