মিরপুরে শ্রমিকরা হঠকারী আন্দোলন করছে: শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০৫ ২২:০৬:২৮


সাবেক নৌপরিবহন মন্ত্রী ও শ্রমিকনেতা শাজাহান খান বলেছেন, মিরপুরে বিক্ষোভকারী শ্রমিকরা নিয়মতান্ত্রিক উপায়ে অগ্রসর না হয়ে, হঠকারী আন্দোলন করছেন- যা কোনো সফলতা বয়ে আনবে না।

সোমবার (৫ জুন) রাজধানীর শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে শ্রম অসন্তোষ নিরসনের লক্ষ্যে ত্রিপক্ষীয় সভায় তিনি একথা বলেন।

এসময় শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের মজুরি সংক্রান্ত বিষয়টি পূর্ব নির্ধারিত সময়মতো সরকার ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিধি-মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় শ্রমিক নেতারা জানান, সোমবার থেকে কারখানা যথারীতি খোলা থাকবে। মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কোনো সংগঠনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন গার্মেন্টস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

তবে উপস্থিত শ্রমিকনেতারা এসময় শ্রম আইনের বিধিমোতাবেক সুনির্দিষ্ট কৌশল অবলম্বনপূর্বক মজুরি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়ার পক্ষে মতামত ব্যক্ত করেন নেতারা।

সভায় মালিকপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের চলমান আন্দোলন সম্পর্কে বলেন, শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়া শ্রম আইন ও বিধিমোতাবেক প্রতিপালনে মালিকপক্ষ সর্বদাই সচেষ্ট।