দশমিক ৬ শতাংশ কমেছে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৬-০৬ ১৪:১৭:১৩


টানা দ্বিতীয় মাসের মতো কমেছে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম। ভোজ্যতেলের নিম্নমুখী দাম এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে রোববার জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার (এফএও) প্রকাশিত প্রতিবেদনে তথ্য উঠে আসে

মে মাসে এফএওর খাদ্যপণ্যের মূল্যসূচক এক মাসের ব্যবধানে দশমিক শতাংশ কমেছে এর আগের মাসের মূল্যসূচক কমেছিল দশমিক শতাংশ সূচক দাঁড়িয়েছে ১৫৭ দশমিক পয়েন্টে সংস্থাটি মূলত প্রতি মাসে মাংস, দুগ্ধপণ্য, দানাদার খাদ্যশস্য, ভোজ্যতেল চিনির গড় দামের ওপর ভিত্তি করে মূল্যসূচক প্রকাশ করে

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, মাসওয়ারি খাদ্যপণ্যের দাম কমলেও তা রেকর্ড সর্বোচ্চের কাছাকাছি অবস্থান করছে গত মার্চে মূল্যসূচকে রেকর্ড উল্লম্ফন দেখা দিয়েছিল রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ অব্যাহত থাকায় বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে বৈশ্বিক বাণিজ্য কারণেই মার্চে খাদ্যপণ্যের মূল্যসূচক ১১ বছরের সর্বোচ্চে পৌঁছেছিল

মূলত কয়েক বছর ধরেই খাদ্যপণ্যের দাম তীব্র মাত্রায় বাড়ছে মহামারীজনিত সরবরাহ চেইনে সংকট, ভয়াবহ বৈরী আবহওয়া দাম বাড়াতে সহায়তা করেছে এর মধ্যেই চলতি বছর ইউক্রেনরাশিয়া যুদ্ধের সূত্রপাত হলে পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করে তার ওপর ভারতের গম মালয়েশিয়ার পাম অয়েল রফতানি বন্ধের ঘোষণার কারণে বাজারে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি হয়

তবে গত মাসের শেষ দিকে পাম অয়েল রফতানিতে আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় বিশ্বের শীর্ষ রফতানিকারক দেশ ইন্দোনেশিয়া ফলে ভোজ্যতেলের বাজার নিম্নমুখী হতে শুরু করে মে মাসে ভোজ্যতেলের বৈশ্বিক দাম এক মাসের ব্যবধানে কমেছে দশমিক শতাংশ।

সানবিডি/এনজে