ভারতে ১৫ শতাংশ বাড়তে পারে তুলা বপনের পরিমাণ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৬-০৬ ১৫:৩৮:৫০


চলতি বছর ভারতে ১৫ শতাংশ বাড়তে পারে তুলা বপনের পরিমাণ, যা যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। অন্যান্য ফসলের তুলনায় উচ্চমূল্য কৃষকদের তুলা উৎপাদনে প্রলুব্ধ করছে বলে জানান শিল্পসংশ্লিষ্টরা। দেশটিতে তুলার উচ্চ উৎপাদন হার বৈশ্বিক ও অভ্যন্তরীণ দাম কমিয়ে আনতে সাহায্য করবে, যা এরই মধ্যে এশিয়ার পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব রাখছে। খবর দ্য ইকোনমিক টাইমস।

এ বিষয়ে কটন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট অতুল গানাত্রা বলেন, গত বছরের তুলনায় চলতি বছর ১৫ শতাংশ বেশি জমিতে তুলা উৎপাদন হতে পারে। অন্যান্য ফসলের তুলনায় তুলা উৎপাদনে বাড়তি লাভ কৃষককে কৃষিপণ্যটি উৎপাদনে আগ্রহী করে তুলছে। কটন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার প্রত্যাশা অনুযায়ী চলতি বছরে দেশটির পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাট ও মহারাষ্ট্রে উৎপাদন এলাকা বাড়বে। ভারতের মোট উৎপাদিত তুলার প্রায় অর্ধেকের জোগান আসে এ রাজ্য দুটি থেকে।

বপন এলাকা ১৫ শতাংশ বৃদ্ধিতে চলতি বছর ভারতের মোট তুলা উৎপাদন এলাকার পরিমাণ দাঁড়াতে পারে ১ কোটি ৩৮ লাখ হেক্টর। গত বছর দেশটির মোট তুলা উৎপাদন এলাকার পরিমাণ ছিল ১ কোটি ২০ লাখ হেক্টর। কয়েক বছরে ভারতের অভ্যন্তরীণ বাজারে তুলার দাম দ্বিগুণের বেশি বেড়েছে। গত বছর ভারি বৃষ্টিপাত তুলা উৎপাদনকে সীমিত করায় পণ্যটির দামে বেশ প্রভাব পড়েছে। একই সময়ে গত এক দশকের সর্বনিম্ন তুলা উৎপাদনের দৃশ্য দেখেছে দেশটি।

গুজরাটের মোরবি এলাকার কৃষক জাগদিশ মাগান বলেন, গত বছর আমি ২১ একর জমিতে তুলা ও ১০ একর জমিতে চীনাবাদাম চাষ করেছি। এখন যেহেতু তুলার দাম ভালো, তাই চলতি বছর পুরো জমিতেই তুলা চাষ করব।

অধিকাংশ ভারতীয় কৃষকই জুনের প্রথম (বর্ষার শুরুতে) দিকে তুলা রোপণ শুরু করে। তবে সেচ সুবিধা আছে এমন কিছু এলাকার কৃষকরা মে মাসেও তুলা রোপণ শুরু করে।

সানবিডি/এনজে