
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের কারণে চলতি বছর ইউক্রেনের গম, ভুট্টা ও যবের উৎপাদন কমবে উল্লেখযোগ্য হারে। এ সময়ে গমের উৎপাদন কমে দাঁড়াতে পারে ১ কোটি ৯২ লাখ টন। গত বছরে দেশটির রেকর্ড উৎপাদিত গমের পরিমাণ ছিল ৩ কোটি ৩০ লাখ টন। সম্প্রতি এমনটা জানায় ইউক্রেনিয়ান গ্রেইন অ্যাসোসিয়েশন (ইউজিএ)। যদিও এ সময়ে রফতানি কমে আসায় অভ্যন্তরীণ মজুদের পরিমাণ রেকর্ড স্পর্শ করবে বলেও মনে করছে সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।
এ বিষয়ে ইউক্রেনের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে অনেক অঞ্চলে ফসল উৎপাদন করা অসম্ভব হয়ে উঠেছে। যদিও ঠিক কোন কোন অঞ্চলে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানাননি তারা। ইউজিএ জানায়, চলতি বছর ইউক্রেনে ভুট্টার উৎপাদনের পরিমাণ কমে দাঁড়াতে পারে ২ কোটি ৬১ লাখ টন। গত বছর দেশটিতে উৎপাদিত ভুট্টার পরিমাণ ছিল ৩ কোটি ৭৬ লাখ টন। একই সময়ে যব উৎপাদন কমে দাঁড়াতে পারে ৬৬ লাখ টন, গত বছর ইউক্রেনের উৎপাদিত যবের পরিমাণ ছিল ১ কোটি ১ লাখ টন।
এ সময়ে ১ কোটি টন গম, ১ কোটি ৫০ লাখ টন ভুট্টা রফতানি করতে পারবে বলে আশা করছে ইউক্রেন। যদিও পুরো মৌসুমের জন্য দেশটির বর্তমান রফতানি সক্ষমতা ১ কোটি ৮০ লাখ টনের বেশি নেই। ইউজিএ জানায়, চলতি মৌসুমে ইউক্রেনের শস্য রফতানির পরিমাণ তিন কোটি টন ছাড়াতে পারে, যদি সীমান্তবর্তী অঞ্চলে শস্য পরিবহনের পরিমাণ দ্বিগুণ করা হয়।
মে মাসে ইউক্রেনের মোট রফতানীকৃত শস্যের পরিমাণ ছিল ১০ লাখ ৬ হাজার টন, এপ্রিলে এর পরিমাণ ছিল ১১ লাখ টন। ইউজিএ জানায়, দেশটির শস্য মজুদের পরিমাণ দাঁড়াতে পারে ২ কোটি ৫০ লাখ টন পর্যন্ত। আগামী মৌসুমের শেষ নাগাদ সবচেয়ে খারাপ পরিস্থিতি চলতে থাকলে মজুদের পরিমাণ দাঁড়াতে পারে ৪ কোটি ৩০ লাখ টন।
সানবিডি/এনজে