সিবিওটিতে গমের দাম বেড়েছে ৪ শতাংশেরও বেশি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-০৭ ০৯:১৪:৪০

শিকাগো বোর্ড অব ট্রেডে গমের দাম ৪ শতাংশেরও বেশি বেড়েছে। এ নিয়ে টানা দুই কার্যবিদস শস্যটির দাম বাড়ল। মূলত কৃষ্ণ সাগরীয় অঞ্চল থেকে সরবরাহসংক্রান্ত উদ্বেগ ও শক্তিশালী চাহিদা দাম বাড়াতে সহায়তা করেছে। এদিকে ভুট্টার দাম ১ শতাংশ বেড়েছে। সয়াবিনের বেড়েছে দশমিক ৫০ শতাংশেরও বেশি।
এ বিষয়ে কৃষিপণ্য ব্রোকারেজ প্রতিষ্ঠান আইকন কমোডিটিজ জানায়, বৈশ্বিক খাদ্য সরবরাহকে অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে বিশ্বকে অনেক বেশি চাপের মুখে ফেলছে, যাতে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়। কারণ রাশিয়া খাদ্যশস্য উৎপাদন ও রফতানিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ। এ বছর রফতানির জন্যও দেশটিতে খাদ্যশস্যের ব্যাপক মজুদ রয়েছে।
শিকাগো বোর্ড অব ট্রেডে গমের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম ৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি বুশেল লেনদেন হয়েছে ১০ ডলার ৮৪ সেন্টে। অন্যদিকে ভুট্টার দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি বুশেল লেনদেন হয়েছে ৭ ডলার ৩৬ সেন্টে। সয়াবিনের দাম বেড়েছে দশমিক ৭০ শতাংশ। প্রতি বুশেল বিক্রি হয়েছে ১৭ ডলার ১০ সেন্টে।
এক মাসেরও বেশি সময়ের মধ্যে রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে। এর পরই বিশ্ববাজারে খাদ্যশস্যের সরবরাহ নিয়ে উদ্বেগ চরম আকার ধারণ করেছে।
রাশিয়া চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই বিশ্ববাজারে গমের তীব্র সংকট। কৃষ্ণ সাগরীয় অঞ্চল থেকে রফতানি কমেছে আশঙ্কাজনক হারে। অন্যদিকে বৈরী আবহাওয়ায় যুক্তরাষ্ট্রেও সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
বর্তমানে সমুদ্রপথে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি চালু হওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে ভারত গত মাসে গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করার পর ইউক্রেনের খাদ্যশস্যের বাজারে ফিরে আসার প্রয়োজনীয়তা অনেক বেশি অনুভূত হচ্ছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













