অর্থমন্ত্রণালয় থেকে পুঁজিবাজার দেখার দায়িত্ব যাদের
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৭-২৮ ১০:২৫:২২

অর্থমন্ত্রণালয় থেকে পুঁজিবাজার দেখার জন্য দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। দায়িত্ব পেয়েছেন নতুন চার কর্মকর্তা। আগামীতে তারাই পুঁজিবাজার দেখা শুনা করবেন মন্ত্রণালয় থেকে।
দায়িত্ব পাওয়া কর্মকর্তারা হলেন অতিরিক্ত সচিব আব্দুল্যাহ হারুন পাশা ও যুগ্ম সচিব ড. নাহিদ হোসেন। অন্যদিকে বিকল্প কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত সচিব মো: জাফর ইকবাল এবং যুগ্ম সচিব মৃত্যুঞ্জয় সাহা। অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রশাসন ও কল্যান শাখার উপসচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ প্রদান করা হয়েছে।
জানা গেছে, পুঁজিবাজারের কার্যক্রম সুষ্ঠু সমন্বয়ের জন্য তারা দায়িত্ব পালন করবেন। কর্মকর্তাগণ পুঁজিবাজার অর্থাৎ বিএসইসি ও বিআইসিএম, এক্সচেঞ্জ ও আইসিবি’র কার্যক্রম দেখভাল করবেন। পুঁজিবাজার ছাড়াও অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (লিজিং কোম্পানি) এবং ইনোভেশন (চীফ ইনোভেশন অফিসার ও ইনোভেশন টিম প্রধান) দায়িত্ব পালন করবেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













