সি এন্ড এ টেক্সটাইল এবং তুং হাই নিটিংয়ের প্রত্যেক পরিচালককে ১ কোটি টাকা করে জরিমানা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-২৯ ১৮:১০:৪৯
আইন লঙ্ঘনের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি এন্ড এ টেক্সটাইল এবং তুং হাই নিটিংয়ের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) ১ কোটি টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার বিএসইসির ৭৩৩তম কমিশন সভায় এ জরিমানা করা হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সি এন্ড এ টেক্সটাইল আগস্ট ২০১৭ থেকে আগস্ট ২০১৮ বিধি মোতাবেক মাসিক ভিত্তিতে শেয়ার হোল্ডিং প্রতিবেদন দাখিল করেনি। এবং তুং হাই নিটিং ডিসেম্বর ২০১৭ থেকে আগস্ট ২০১৮ বিধি মোতাবেক মাসিক ভিত্তিতে শেয়ার হোল্ডিং প্রতিবেদন দাখিল করেনি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস