ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনারে রয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি। এদিন গেইনারে ১০ কোম্পানির মধ্যে ৩টি ওষুধ ও রসায়ন খাতের। কোম্পানি ৩টি হচ্ছে- ওয়াটা কেমিক্যালস লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড এবং ওরিয়ন ইনফিউশন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ গেইনার তালিকায় শীর্ষে রয়েছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। এদিন এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১৫ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ। আজ কোম্পানিটি সর্বশেষ শেয়ার লেনদেন করে ১৭৪ টাকা ৩০ পয়সা দরে। এদিন ৪১৩ বারে কোম্পানিটির লেনদেন হয়েছে ৬৪ হাজার ৮৮৫টি শেয়ার।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৫ পয়সা বা ৯ দশমিক ৭৮ শতাংশ। আজ কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন ৩৯ টাকা ৩০ পয়সা দরে। এদিন ৪ হাজার ১৫১ বারে কোম্পানিটির ৬৪ লাখ ২৪ হাজার ৯১৫টি শেয়ার লেনদেন হয়।
গেইনারের অষ্টম স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড কোম্পানি। এদিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২ টাকা বা ৩ দশমিক ৭০ শতাংশ।
এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফিন্যান্স, জাহিন স্পিনিং, সায়হাম কটন মিলস, ইউনাইটেড ইন্স্যুরেন্স, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।
সানবিডি/ঢাকা/আহো