চীনের প্রাকৃতিক গ্যাস উত্তোলন বেড়েছে ৬.২ শতাংশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-০৮ ১৫:৫৮:৪৬

চীনে অব্যাহতভাবে প্রাকৃতিক গ্যাস উত্তোলন বাড়ছে। মূলত স্থানীয় বাজারে চাহিদা মেটানো ও দাম কমিয়ে আনার লক্ষ্যেই উত্তোলন বাড়ানো হয়েছে। এদিকে উত্তোলন বাড়ায় কমেছে আমদানি। দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এই প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি-এপ্রিল পর্যন্ত চীনে প্রাকৃতিক গ্যাস উত্তোলন ৬ দশমিক ২ শতাংশ বেড়েছে। উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৪৭০ কোটি ঘনফুটে।
শুধু এপ্রিলেই দেশটি ১ হাজার ৭৭০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে বলে জানায় ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস।
এদিকে ব্যুরো বলছে, বছরের প্রথম চার মাসে দেশটি ৩ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টন গ্যাস আমদানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি কমেছে ৮ দশমিক ৯ শতাংশ।
এদিকে জ্বালানি সুরক্ষা নিশ্চিতে কয়লা উত্তোলনও বাড়িয়েছে চীন। ব্যুরোর দেয়া তথ্য বলছে, চলতি বছরের প্রথম চার মাসে উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১৪৫ কোটি টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













