আইপিওতে আবেদনে নতুন বিনিয়োগ সীমা নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৬-০৮ ১৭:৫২:৫৩

পুঁজিবাজারে তারল্য বৃদ্ধি, সাধারণ বিনিয়োকারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা ও প্রকৃত বিনিয়োগকারীদের আইপিও আবেদনে সুযোগ প্রদানের লক্ষ্যে আইপিওতে আবেদনের নতুন নিয়ম অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (০৮ জুন) বিএসইসির ৮২৬তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এনআরবি সহ সাধারণ বিনিয়োগকারীদের তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ সীমা ২০ হাজার টাকার পরিবর্তে এখন ৫০ হাজার টাকা করা হয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদেরও আইপিও আবেদনে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বিদেশি বিনিয়োগকারীরা আইপিও আবেদন করতে হলে কম পক্ষে এক লক্ষ টাকা বিনিয়োগ থাকতে হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













