আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১৯ লাখ ৭৮ হাজার কোটি রুপির বাজেট বরাদ্দের প্রস্তাব দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। আজ সোমবার ভারতের লোকসভায় এ বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী অরুন জেটলি।
টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, আনন্দবাজারসহ দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।
২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতা নেওয়ার পর এটা হচ্ছে এ সরকারের তৃতীয় বাজেট ঘোষণা।
৭.৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে এ অর্থবছরের বাজেট ঘোষণা করা করেছে সরকার। বাজেটে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দারিদ্র্য বিমোচনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
একইসঙ্গে কৃষি, স্বাস্থ্য ও সামাজিক খাতগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগের অর্থবছরে এ প্রবৃদ্ধির হার ছিল ৭.৪ শতাংশ।
বাজেটের নজরকাড়া অংশের মধ্য রয়েছে-
• তামাকের উপর কর ১০ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ;
• কর নিয়ে বিবাদ এড়াতে বিশেষ ব্যবস্থা;
• পেট্রোল, ডিজেল কেনার উপর নতুন সেস;
• লেনদেনের উপর নতুন সেস;
• ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য কর ছাড়;
• ১০ লাখ টাকার উপরে গাড়ি কেনার উপর নতুন কর;
• ৫০ লক্ষ রুপি দাম পর্যন্ত প্রথম গৃহনির্মাণ ঋণের সুদের উপর বিশেষ ছাড়;
• ৬০ বছরের পর পেনশন তহবিল থেকে তোলা অর্থের ৪০ শতাংশ পর্যন্ত করমুক্ত;
• নতুন উৎপাদন সংস্থার জন্য সহজ কর ব্যবস্থার ঘোষণা;
• বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড় বাড়ল;
• বিভিন্ন রাজ্যের মধ্যে সমঝোরা বাড়াতে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ প্রকল্পের ঘোষণা;
• সরকারি ব্যাঙ্কে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ, দরকারে আরও টাকা দেওয়ার প্রতিশ্রুতি;
• পরমাণু বিদ্যুত্ প্রকল্পে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে;
• খাদ্য প্রক্রিয়াকরণে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ করার চেষ্টা;
• নতুন গ্যাস এবং পেট্রোক্ষেত্রের অনুসন্ধানে বিশেষ উত্সাহ প্রকল্পের কথা ঘোষণা;
• সড়ক প্রকল্পে ৫৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে;
• প্রধানমন্ত্রী ঔষধি যোজনায় ৩০০০ ড্রাগ স্টোর গড়ে তোলা হবে;
• স্বচ্ছ ভারত অভিয়ানে ৯০০০ কোটি টাকা বরাদ্দ;
• তফসিলি জাতি ও উপজাতিদেরর মধ্যে ব্যবসায় উৎসাহ বাড়াতে বিশেষ প্রকল্প;
• গ্রামীণ নারীদের জন্য বিশেষ এলপিসি প্রকল্প চালু করা হবে;
• দীর্ঘমেয়াদী সেচ উন্নয়নে জোর দিচ্ছে সরকার;
• কৃষি ক্ষেত্রে বরাদ্দ ৩৫, ৯৮৪ কোটি টাকা;
• ডায়ালিসিস যন্ত্রে বিশেষ কর ছাড় দেওয়া হবে;
• ২০১৮ সালের মধ্যে দেশের সব গ্রামে বিদ্যুৎ;
• ২০২২-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য;
• কৃষিতে গুরুত্ব। সামাজিক ক্ষেত্রে আরও লগ্নি;
• বিশ্ব বাজারের অবস্থা আরও খারাপ হবে। তাই আমাদের দেশের বাজারকে শক্তিশালী করতে হবে। কর ব্যবস্থাকে আরও শক্তিশালী করে আমাদের লড়াইয়ে নামতে হবে ;
• বিশ্ব বাজারে মন্দার মধ্যেও ভারতীয় অর্থনীতি মজবুত, বৃদ্ধির হার বেড়ে ৭.৬ শতাংশ।