এলএমইতে দশমিক ৪ শতাংশ কমেছে তামার দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-০৯ ০৯:২৬:৩৪


বৈশ্বিক বাজারে ফের কমেছে তামার দাম। মূলত চীনে ধাতুটির চাহিদা নিয়ে সংশয় দেয়া দেয়ায় বাজারদর নিম্নমুখী হয়ে পড়েছে। যদিও লন্ডন মেটাল এক্সচেঞ্জের (এলএমই) তালিকাভুক্ত গুদামগুলোয় মজুদ কমে যাওয়ায় দরপতনের মাত্রা ছিল স্বল্প। খবর বিজনেস রেকর্ডার।

এ ব্যাপারে তথ্য বলছে, সর্বশেষ কার্যদিবসে এলএমইতে বাজার আদর্শ তামার দাম দশমিক ৪ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৯ হাজার ৭০৭ ডলার। এর আগের কার্যদিবসে ধাতুটির দাম বেড়ে পাঁচ সপ্তাহের সর্বোচ্চে উঠেছিল। ওই সময় প্রতি টন লেনদেন হয়েছে ৯ হাজার ৯১৬ ডলার ১৯ সেন্টে।

জানা গেছে, এলএমইর তালিকাভুক্ত গুদামগুলোয় তামার মজুদ ২০ হাজার ২০০ টন কমেছে। বর্তমানে মজুদ ঠেকেছে ১ লাখ ২০ হাজার ৭৭৫ টনে। এটি ২০১৪ সালের এপ্রিলের পর সর্বনিম্ন মজুদ।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ডলারের ঊর্ধ্বমুখী দামের কারণে বেশি দামে তামা কিনতে হচ্ছে। এ কারণে চীন ধাতুটির আমদানি তুলনামূলকভাবে কমিয়ে এনেছে। মে মাসে আমদানির পরিমাণ এপ্রিলের তুলনায় ৮ শতাংশ কমে যায় বলে জানিয়েছে চীনের শুল্ক বিভাগ।

বিশ্বের শীর্ষ ধাতু ব্যবহারকারী দেশ চীন। দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, গত মাসে ৪ লাখ ৪৫ হাজার ৭২৫ টন অগঠিত তামা ও তামাজাত পণ্য আমদানি করে চীন। এপ্রিলে আমদানি হয়েছিল ৪ লাখ ৮৪ হাজার ৮৯০ টন। সে হিসাবে আমদানি কমেছে ৩৯ হাজার ১৬৫ টন। এ নিয়ে টানা দুই মাসের মতো আমদানি কমার ঘটনা ঘটল। তবে গত বছরের মে মাসের তুলনায় আমদানি বেড়েছে। ওই মাসে দেশটি ৪ লাখ ৩৬ হাজার ৩০ টন তামা আমদানি করেছিল।

সানবিডি/এনজে