পুঁজিবাজারে বিনিয়োগ করে কালো টাকা সাদা করার সুযোগ আগামী ২০২২-২৩ অর্থবছরে থাকছে না। বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
এ ছাড়া আগামী অর্থবছরে পুঁজিবাজারে অপ্রদর্শিত আয়ের টাকা কর দিয়ে সাদা করার সুযোগও বাতিল করা হয়েছে।
সরকার গত বছর পুঁজিবাজারে এক বছর বিনিয়োগ রাখার শর্তে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রেখেছিল। একইসঙ্গে এই নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে, যারা অপ্রদর্শিত আয়ের টাকা বৈধ করে নেবে, তাদের কাছে অর্থেক উৎস সম্পর্কে কোনো কর্তৃপক্ষই জানতে চাইবে না।
এ ছাড়া অর্থ সাদা করার জন্য কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছিল। এর বাইরে ২৫ শতাংশ প্রদেয় করের ওপর অতিরিক্ত ৫ শতাংশ জরিমানা কর আরোপ করা হয়েছিল।
পুঁজিবাজারে টাকা সাদা করার বিধান বেশ কয়েক বছর ধরেই ছিল। কিন্তু, এখনো পর্যন্ত তেমন বড় কোনো তহবিল এ খাত থেকে পুঁজিবাজারে আসেনি। তাই সরকারের এ সিদ্ধান্তে বাজারের তারল্যের ওপর খুব একটা প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান।
'এ ছাড়া আমি নীতিগতভাবে এই ধরনের কালো টাকা সাদা করার সুযোগকে সমর্থন করি না,' যোগ করেন তিনি।
এএ