
বৈশ্বিক বাজারে কিুছুটা কমেছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম । ঊর্ধ্বমুখী ট্রেজারি ইল্ড দাম কমাতে সহায়তা করেছে। এদিকে চলতি সপ্তাহে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের চাকরি ও মূল্যস্ফীতির সরকারি উপাত্ত ফেডারেল রিজার্ভ ব্যাংকে মুনাফার হার বাড়াতে উৎসাহিত করবে। ফলে মূল্যবান ধাতুটির দাম আরো কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।
এ বিষয়ে তথ্য বলছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৮৫১ ডলার ৭০ সেন্টে। এছাড়া নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৮৫৩ ডলার ৯০ সেন্টে স্থির হয়েছে।
রয়টার্সের জরিপ বলছে, মাসওয়ারি মার্কিন ভোক্তা মূল্যসূচক বাড়ার সম্ভাবনা দেখছে হোয়াইট হাউজ। অর্থনীতিবিদরা মনে করছেন বার্ষিক মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৩ শতাংশে পৌঁছতে পারে।
সানবিডি/এনজে