কাদের সিদ্দিকীর মনোয়ন বাতিল
আপডেট: ২০১৫-১০-১৩ ১৬:৫০:০৬

জেলার কালিহাতী উপজেলার টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
উপজেলা রিটার্নিং অফিসার আলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঋণখিলাপীর দায়ে কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
আসনটি ছিল আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর। হজ, নবী মোহাম্মদ (সা.) ও প্রধানমন্ত্রীর ছেলে জয়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে সৃষ্ট জটিলতার প্রেক্ষাপটে লতিফ সিদ্দিকী পদত্যাগ করলে শূন্য ঘোষিত হয় আসনটি। উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল ২৮ অক্টোবর। পরে তা পিছিয়ে ১০ নভেম্বর নেয়া হয়।
আসনে আওয়ামী লীগ প্রতিনিধি হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













