পাম অয়েল রফতানি শিথিল করবে ইন্দোনেশিয়া

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৬-১১ ১৫:৪৭:১৭


পাম অয়েল রফতানি নীতিমালা আরো শিথিল করবে ইন্দোনেশিয়া। শুক্রবার দেশটির এক সরকারি সূত্র এমনটা জানায়। ফলে এখন থেকে বেশ কয়েকটি কোম্পানি ভোজ্যতেল উৎপাদনকারী পণ্যটি রফতানির জন্য অনুমোদন পাবে। রফতানি নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ সরবরাহ পর্যাপ্ত পরিমাণে বজায় রাখতে বিভিন্ন নীতিমালার কারণে স্থানীয় মজুদাগারগুলো পরিপূর্ণ হওয়ার ফলে এ পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। খবর রয়টার্স।

তিন সপ্তাহের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে গত ২৩ মে থেকে পুনরায় পাম অয়েল রফতানি শুরু করেছে কৃষিপণ্যটির শীর্ষ রফতানিকারক দেশ ইন্দোনেশিয়া। এর আগে অভ্যন্তরীণ বাজারে ভোজ্যতেল পণ্যটির সরবরাহ বাড়ানো ও মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে পাম অয়েল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটি।

রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও তা স্বাভাবিক পর্যায়ে পৌঁছাতে বেশ ধীরগতি লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন পদ্ধতিগত সমস্যা ও কৃষিক্ষেত্রগুলোর জন্য সরকারের বৃহদাকার ভোজ্যতেল সরবরাহ প্রোগ্রামে সংযুক্ত হওয়ায় নতুন নীতিমালার কারণে এমনটা দেখা গিয়েছে। নীতিমালার ফলে রফতানি বাণিজ্যে অংশগ্রহণের ইচ্ছুক পাম অয়েল কোম্পানিগুলোকে একটি নির্দিষ্ট অংশ অভ্যন্তরীণ বাজারে সরবরাহ করতে হবে, তার পরই তারা রফতানির জন্য প্রয়োজনীয় অনুমোদন পাবে।

তবে এবার সরকারি সরবরাহ প্রকল্পে সংযুক্ত না হওয়া কোম্পানিগুলোও পাম অয়েল রফতানির সুযোগ পাবে বলে জানানো হয়। এক্ষেত্রে এসব কোম্পানিকে রফতানি শুল্ক ও কর ছাড়াও প্রতি টন রফতানি পণ্যে অতিরিক্ত ২০০ ডলার পরিশোধ করতে হবে। গতকাল এমনটা জানান, সমুদ্র ও বিনিয়োগবিষয়ক মন্ত্রী লুহুত পান্ডজাইতান।

সানবিডি/এনজে