আইনমন্ত্রী আনিসুল হক করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১১ ১৮:১৯:৩৯

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১১ জুন) সংবাদমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার (৯ জুন) মন্ত্রীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ ফল আসে। জ্বর দিয়ে তাঁর করোনার লক্ষণ শুরু হয়। এখন জ্বর নেই। তবে হালকা কাশি রয়েছে। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












