৩ শতাংশ বেড়েছে চীনের আকরিক লোহা আমদানি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৬-১১ ২১:০৩:৫৬

চলতি মে মাসে চীনের আকরিক লোহা আমদানির পরিমাণ বেড়েছে ৩ শতাংশ। এক বছর আগে একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি দেখা যায়। উল্লেখযোগ্য সরবরাহকারীদের দ্বারা জাহাজীকরণ প্রতিবন্ধকতা শিথিল হওয়ার কারণে এমনটা দেখা যায়। সম্প্রতি চীনের কাস্টমসের তথ্যে এ চিত্র ফুটে ওঠে। খবর হেলেনিক শিপিং নিউজ ডটকম।
গত মাসে বিশ্বের শীর্ষ আকরিক লোহা ব্যবহারকারী দেশটি ৯ কোটি ২৫ লাখ টন আকরিক লোহা আমদানি করে। ২০২১ সালের মে মাসে দেশটির আমদানীকৃত আকরিক লোহার পরিমাণ ছিল ৮ কোটি ৯৮ লাখ টন। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এ তথ্য জানায়। তবে চলতি বছরের প্রথম পাঁচ মাসে ৪৪ কোটি ৭০ লাখ টন আকরিক লোহা আমদানি করেছে চীন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ কম।
সাম্প্রতিক মাসগুলোয় ইস্পাত উৎপাদনের কাঁচামালটির আমদানির পরিমাণ কমে এসেছিল। অস্ট্রেলিয়ায় মহামারীতে শ্রমিক সংকট তৈরি হওয়া এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ব্রাজিলে উত্তোলন বাধাগ্রস্ত হওয়ায় চীনের আমদানি কমে আসে। অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ফলে দেশ দুটি থেকে আকরিক লোহার আমদানি বন্ধ হয়ে যায়, যদিও দেশ দুটি থেকে ধাতব পণ্যটির আমদানির অংশ সামান্য। বিশ্লেষকরা বলছেন, গত মাসে সরবরাহ বিশৃঙ্খলা শিথিল হয়ে এসেছে। ফলে আকরিক লোহার আমদানি চাহিদা বেশ বেড়েছে। যদিও ইস্পাত খাতে পণ্যটির ব্যবহার কিছুটা কমে এসেছে।
মে মাসে চীনের ইস্পাত পণ্য রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ লাখ টন, যা গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ। এ সময় ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে তৈরি হওয়া সরবরাহ সংকট পূরণে ইউরোপে ইস্পাত রফতানির দিকে ঝোঁকে চীনা রফতানিকারকরা।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













