
চীনে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ কমাতে যাচ্ছে সৌদি আরব। বিশ্বের শীর্ষ তেল আমদানিকারক দেশটির রিফাইনারিগুলো রাশিয়া থেকে ব্যাপক হারে সস্তা জ্বালানি তেল কেনায় এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
এশিয়ান পাঁচ রিফাইনারিতে সরবরাহ কমানোর কথা জানা গেছে। এর মধ্যে বেশির ভাগ রিফাইনারিই চীনের। এসব রিফাইনারি সৌদি আরামকোর সঙ্গে জুলাইয়ে জ্বালানি তেল সরবরাহের জন্য চুক্তি করেছিল। কিন্তু রিফাইনারিগুলোয় চুক্তির চেয়ে কম তেল সরবরাহ করা হবে।
বিশ্লেষকরা জানান, কভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দুই মাস ধরেই চীনের বাজারে জ্বালানি তেলের চাহিদা কম। অন্যদিকে ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার প্রতি নিন্দা জানায়নি দেশটি। এসব বিষয়ই দেশটিতে সরবরাহ কমিয়ে দিতে সৌদি আরবকে উৎসাহিত করেছে। এর পরিবর্তে সৌদি আরব এশিয়ার অন্যান্য দেশে চুক্তি অনুযায়ী সরবরাহ করছে। কিছু ক্ষেত্রে চুক্তির চেয়ে বেশি সরবরাহ করা হবে বলেও জানা গেছে।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা সম্প্রতি রাশিয়ার জ্বালানি তেল আমদানি ৯০ শতাংশ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ব্লকটি আঞ্চলিক চাহিদা মেটাতে বিকল্প উৎস খুঁজছে। এ কারণে ইউরোপের বাজারে ক্রমেই বাড়ছে সৌদি জ্বালানি তেলের চাহিদা।
সানবিডি/ এনজে