এলএমইতে ৩ শতাংশ কমেছে অ্যালুমিনিয়ামের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১৩ ১৪:৩২:০৬

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) অ্যালুমিনিয়ামের দাম কমে ছয় মাসের সর্বনিম্নে নেমেছে। একই সঙ্গে কমেছে তামার দামও। মূলত চীনের কভিডজনিত লকডাউন ও মুনাফার হার বৃদ্ধির পর এবার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতির প্রভাবে ধাতব পণ্যটির চাহিদা দুর্বল হতে শুরু করেছে। খবর বিজনেস রেকর্ডার।
এ বিষয়ে তথ্য বলছে, এলএমইতে তিন মাসের সরবরাহ চুক্তিতে অ্যালুমিনিয়ামের দাম ৩ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৬৭৭ ডলারে, যা গত বছরের ডিসেম্বরের পর সর্বনিম্ন।
স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিশ্লেষক সুদক্ষিণা উন্নাকৃষ্ণান চলতি সপ্তাহে এক নোটে জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনিশ্চয়তার কারণে দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। পাশাপাশি অটোমোবাইল খাতেও ধাতব পণ্যটির চাহিদা কম। কারণ দীর্ঘ সময় ধরেই চিপ সংকটের কারণে বিশ্বজুড়ে গাড়ি উৎপাদন নিম্নমুখী। এছাড়া চীনের ধাতুটির উৎপাদন বৃদ্ধিও দাম কমাতে সহায়তা করছে।
অন্যদিকে এলএমইতে তামার দাম ১ দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৯ হাজার ৪৪৭ ডলারে। এর আগের কার্যদিবসে ধাতুটির দাম ১ দশমিক ২ শতাংশ কমেছিল। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে ধাতুটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য ২ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি পাউন্ডের মূল্য স্থির হয়েছে ৪ ডলার ২৯ সেন্ট।
সানবিডি/ এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













