হিলি স্থলবন্দরে বেড়েছে সাদা এলাচ আমদানি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১৪ ০৯:০৪:০৮


দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে সাদা এলাচ আমদানি। বেশ কিছুদিন ধরেই বন্দর দিয়ে এ মসলার আমদানি অব্যাহত রয়েছে। এতে দেশের বাজারে বেড়েছে সরবরাহ। খুচরা বাজারে কেজিতে ১৫০-২০০ টাকা করে কমেছে দাম।

এ বিষয়ে হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, স্থলবন্দর দিয়ে জানুয়ারিতে ৭৪ টন, ফেব্রুয়ারিতে ৯২, মার্চে ১৬৩, এপ্রিলে ১৫৪ ও মে মাসে ৭৬ টন এলাচ আমদানি করা হয়েছে। ১০ জুন পর্যন্ত ১৭ টন এলাচ আমদানি করা হয়েছে।

এলাচ আমদানিকারক মনোনীত হিলি স্থলবন্দরের সিআ্য্যন্ডএফ এজেন্ট আলম হোসেন বলেন, দেশের বাজারে চাহিদা থাকায় ঢাকা ও বগুড়ার আমদানিকারকরা হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সাদা এলাচ আমদানি করছেন। তবে এর আগে এ বন্দর দিয়ে পণ্যটি আমদানি হয়নি বললেই চলে। ভারত থেকে প্রতি টন সাদা এলাচ ৭ হাজার ৪৫০ ডলার থেকে ৭ হাজার ৫০০ ডলার মূল্যে আমদানি করা হচ্ছে, যা কাস্টমস ৭ হাজার ৫০০ ডলার মূল্যে শুল্কায়ন করে ছাড় দিচ্ছে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বলেন, বন্দর দিয়ে মসলা পণ্যের আমদানি আগের চেয়ে বেড়েছে। আগে তেমন এলাচ আমদানি না হলেও বর্তমানে বেড়েছে। ফলে রাজস্ব আহরণও বেড়েছে। বন্দর দিয়ে এলাচ আমদানিতে ৫৮ দশমিক ৬০ ভাগ শুল্কহার বিদ্যমান। আমদানীকৃত প্রতি টন এলাচ ৭ হাজার ৫০০ ডলার মূল্যে শুল্কায়ন করা হচ্ছে। বন্দর দিয়ে দুইভাবে এলাচ আমদানি হচ্ছে। একটি সরকার আরোপিত শতভাগ শুল্ক দিয়ে, অন্যদিকে সার্কভুক্ত দেশ হিসেবে সাফটার সুবিধা দিয়ে। এতে ব্যবসার জন্য নিয়ে আসা প্রতি টন এলাচে ৩ লাখ ৮২ হাজার টাকা শুল্ক আদায় করা হচ্ছে। এছাড়া সাফটার সুবিধা দিয়ে আনা এলাচে ২ লাখ ৩০ হাজার টাকা করে শুল্ক আদায় করা হচ্ছে।

সানবিডি/এনজে