৬ শতাংশ কমেছে অস্ট্রেলিয়ার স্বর্ণ উৎপাদন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১৪ ১৫:৪৮:১৬


চলতি বছরের প্রথম প্রান্তিকে কমেছে অস্ট্রেলিয়ার স্বর্ণ উত্তোলন। মূলত করোনা সংক্রান্ত বিধিনিষেধের প্রভাবকে উত্তোলন কমে যাওয়ার পেছনে দায়ী করা হচ্ছে। সম্প্রতি এক প্রতিবেদনে মেলবোর্নভিত্তিক মাইনিং কনসালট্যান্ট সারবিটন অ্যাসোসিয়েটস এ তথ্য জানিয়েছে।

এই প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি-মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৭৬ টন স্বর্ণ উত্তোলন হয়েছে। এর আগের প্রান্তিকে উত্তোলনের পরিমাণ ছিল ৮১ লাখ টন। সে হিসাবে উত্তোলন প্রায় ৬ শতাংশ কমেছে।

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় স্বর্ণ উত্তোলন অঞ্চল পশ্চিম অস্ট্রেলিয়া। কভিড-১৯ প্রতিরোধে আরোপিত বিধিনিষেধের কারণে অঞ্চলটির বেশির ভাগ খনিতে উত্তোলন ব্যাহত হয়েছে। এছাড়া বেশকিছু অঞ্চলে তুলনামূলক আর্দ্র আবহাওয়া উত্তোলন কমে যাওয়ার পেছনে ভূমিকা পালন করেছে।

সানবিডি/এনজে