

পরিবেশ দূষণ সম্পর্কে চীনের জনগণকে সচেতন করতে পরিবেশবাদীরা এক অভিনব কায়দা বের করেছে। তারা একটি ভিডিওচিত্র তৈরি করেছে যার নাম হেইরি নোজ বা রোমশ নাক। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়। এতে দেখানো হয়েছে, ভবিষ্যতে বায়ু দূষণ এমনই প্রকট আকার ধারণ করবে যে, এর থেকে বাঁচতে মানুষের নাকের চুল এমনিতেই লম্বা হয়ে যাবে। এই ভিডিওর মূল বার্তা হল, পরিবেশ রক্ষার স্বার্থে মানুষ যদি নিজেকে না বদলায় তাহলে প্রকৃতিই তাকে বদলাতে বাধ্য করবে।ছবিতে একটি পরিবারকে দেখানো হয়েছে যার শিশুর নাকের লোমও বেশ লম্বা। মিস মে বলছেন, তারা চান পরিবেশ প্রশ্নে জনগণ যেন সরকারের মুখের দিকে তাকিয়ে না থাকেন। তারা নিজেরাই যেন উদ্যোগী হন। বেইজিং এবং সাংহাইয়ের দূষণ নিয়ে মানুষের অনেক অভিযোগ। কিন্তু তারা জানেন না যে ঠিক কী করতে হবে।