১৯ জুন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১৪ ১৯:৩২:৩৮


দেশের অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে তার বাসায় আগামী রোববার (১৯ জুন) দুপুরে সংবর্ধনা দেবেন তিনি।

বাফুফের সদস্য ফিফার কাউন্সিল মেম্বার এবং মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ একথা জানিয়েছেন।

এই দলটা গত ডিসেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনালে ভারতকে হারিয়ে বাংলার নারী ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশের ৫০ বছরপূর্তি এবং বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদ্যাপনের বছরে যেসব সাফল্য এসেছিল তার মধ্যে নারী অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়াটা বড় অর্জন।