বেয়ারস্টোর তাণ্ডবে ইংল্যান্ডের সিরিজ জয়
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১৫ ১৪:৫২:৪৬

টেস্টের শেষ দিনে আড়াই সেশনে ২৯৯ রান মোটেও ছোট কিছু নয়। কঠিন সেই লক্ষ্য দেড় ঘণ্টা হাতে রেখে ইংল্যান্ড টপকে গেছে জনি বেয়ারস্টোর ব্যাটিং তাণ্ডবে। ৯২ বলে ১৪টি চার ও ৭টি ছক্কায় ১৩৬ রানের বিস্ম্ফোরক ইনিংস খেলেছেন তিনি। ৭০ বলে অপরাজিত ৭৫ রান করে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক বেন স্টোকস।
বেয়ারস্টো যখন ব্যাটিংয়ে আসেন তখন ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে স্বাগতিক নিউজিল্যান্ড। খানিক পর অ্যালেক্স লেসও আউট হয়ে যান। এরপর স্টোকসকে নিয়ে লড়াই শুরু করেন বেয়ারস্টো। তবে চা-বিরতির পর কিউই বোলারদের পাল্টা আক্রমণ করে চোখের পলকে ম্যাচের মেজাজ বদলে দেন বেয়ারস্টো। চার-ছয়ের বন্যায় কিউইদের নিয়ে ছেলেখেলায় মেতে ওঠেন তিনি। ৪৮ বলে ৪৩ রান নিয়ে চা-বিরতিতে যাওয়া বেয়ারস্টো ৭৭ বলে সেঞ্চুরি পূরণ করেন। ১৩৬ রান করে তিনি যখন আউট হন তখন জয় থেকে মাত্র ২১ রান দূরে ইংল্যান্ড। ফোকসকে নিয়ে বাকি কাজ সারতে স্টোকসের কোনো সমস্যাই হয়নি। ২০.১ ওভার স্থায়ী পঞ্চম উইকেটে বেয়ারস্টো-স্টোকস ১৭৯ রান তুলে ম্যাচ বদলে দেন।
পাঁচ উইকেটের জয়ে ইংল্যান্ডের নতুন যুগ শুরু হলো দারুণ। স্টোকসের অধীনে দুই ম্যাচই জিতলো তারা। আর ২-০ তে তিন ম্যাচের সিরিজও নিশ্চিত করলো একটি খেলা হাতে রেখেই। ২০২১ সালের জানুয়ারির পর এটি ইংল্যান্ডের প্রথম সিরিজ জয়।
নিউজিল্যান্ড:
৫৫৩ ও ২৮৪ (মিচেল ৬২*, ইয়াং ৫৬, কনওয়ে ৫২; ব্রড ৩/৭০, অ্যান্ডারসন ২/২০)
ইংল্যান্ড:
৫৩৯ ও ২৯৯/৫ (বেয়ারস্টো ১৩৬, স্টোকস ৭৫*, লেস ৪৪; বোল্ট ৩/৯৪)
ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












