পাম অয়েল রফতানিতে নতুন শুল্কহার কার্যকর করল ইন্দোনেশিয়া 

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১৫ ১৪:২১:৩৪


পাম অয়েল রফতানি শুল্ক কমিয়েছে ইন্দোনেশিয়া। সর্বোচ্চ শুল্কহার ধরা হয়েছে টনপ্রতি ২০০ ডলার। মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। এর আগে গত সপ্তাহে সম্মিলিত শুল্কহার কমানোর ঘোষণা দিয়েছিল দেশটির সরকার। খবর এগ্রিকালচার ডটকম।

ইন্দোনেশিয়ার বিদ্যমান পাম রফতানি শুল্ক সর্বোচ্চ ৩৭৫ থেকে কমিয়ে ২০০ ডলার নির্ধারণ করা হয়েছে। এছাড়া রফতানি বৃদ্ধি প্রোগ্রামের জন্য বিশেষ রেটও নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, নতুন শুল্কহার গতকাল থেকেই কার্যকর হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত পাম অয়েল রফতানিতে এ হারেই শুল্ক পরিশোধ করতে হবে। তবে ১ আগস্ট থেকে সর্বোচ্চ রফতানি শুল্ক বাড়িয়ে টনপ্রতি ২৪০ ডলারে উন্নীত করা হবে। এ সময় প্রতি টন পাম অয়েলের রেফারেন্স দাম ১ হাজার ৫০০ ডলারে অবস্থান করবে।

সানবিডি/এনজে