বৈশ্বিক বাজারে দশমিক ৩০ শতাংশ বেড়েছে স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১৫ ১৪:৩৯:১১

কয়েকদিন ধরেই শক্তিশালী ডলার ও মার্কিন ট্রেজারি ইল্ডের ঊর্ধ্বমুখিতার প্রভাবে কয়েক নিম্নমুখী ছিল স্বর্ণের দাম। সম্প্রতি মূল্যবান ধাতুটির বাজারদর চার সপ্তাহের সর্বনিম্নে নেমে যায়। তবে মঙ্গলবার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গিয়েছে। কারণ এদিন ডলারের দাম স্থিতিশীল ছিল। বাড়েনি ট্রেজারি ইল্ডও। খবর রয়টার্স।
সংশ্লিষ্টরা বলছেন, স্বর্ণের দাম বাড়লেও তার মাত্রা ছিল স্বল্প। কারণ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক আগ্রাসীভাবে মুদ্রানীতিতে সংকোচন আনছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার স্পট মার্কেটে আউন্সপ্রতি স্বর্ণের দাম দশমিক ৩০ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৮২৪ ডলার ২১ সেন্টে। এর আগের কার্যদিবসে ধাতুটির দাম ১ হাজার ৮১০ ডলার ৯০ সেন্টে নেমে গিয়েছিল, যা ১৯ মের পর সর্বনিম্ন। তবে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ২০ শতাংশ কমে ১ হাজার ৮২৭ ডলার ৮০ সেন্টে লেনদেন হচ্ছে।
রয়টার্সের টেকনিক্যাল অ্যানালিস্ট ওয়াং তাও বলেন, স্বর্ণের দাম বেড়ে সর্বোচ্চ ১ হাজার ৮৩২ ডলারে উঠতে পারে। আবার কমলে সর্বনিম্ন ১ হাজার ৮০৮ ডলারে নামতে পারে।
এদিকে স্পট মার্কেটে রুপার দাম দশমিক ৫০ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স লেনদেন হয়েছে ২১ ডলার ১৬ সেন্টে। প্লাটিনামের দাম উঠেছে ৯৩৬ ডলার ৭৭ সেন্ট পর্যন্ত, যা আগের কার্যদিবসের তুলনায় দশমিক ৪০ শতাংশ বেশি। প্যালাডিয়ামের দাম দশমিক ৪০ শতাংশ বেড়ে ১ হাজার ৮০৪ ডলার ১৭ সেন্টে উন্নীত হয়েছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













