

গতরাতেও নিজের আসন্ন ছবি ‘রইস’-এর শুটিংয়ে ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। কিন্তু মধ্যরাতে হঠাৎই শুনলেন একটি শোক সংবাদ। হ্যাঁ, হঠাৎ করেই মারা গেলেন শাহরুখের শ্বশুর ও স্ত্রী গৌরি খানের বাবা কর্নেল রমেশ চন্দ্র ছিব্বর। আর এমন খবর শুনেই আর সাত পাঁচ না ভেবেই স্ত্রীকে নিয়ে রাতের ফ্লাইটেই উড়ে গেলেন দিল্লীতে।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, গতকাল রাত ন’টার দিকে হঠাৎ বুকে ব্যথা উঠে রমেশ চন্দ্রের। আর তখনই্ দ্রুতবেগে তার পরিবারের সদস্যরা তাকে দিল্লীর এসকর্ট হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে যাওয়ার পরই রমেশ শেষ নিশ্বাস ত্যাগ করেন।
হঠাৎ করেই শ্বশুরের এমন মৃত্যু সংবাদে মুষড়ে পড়েন শাহরুখ। কিন্তু একটুও না ভেঙে পড়ে মৃত্যু সংবাদটি শোনার পরই স্ত্রী গৌরি খান ও আব্রামকে নিয়ে রাতের ফ্লাইটেই দিল্লীতে শ্বশুরালয়ে যান তিনি।
প্রসঙ্গত, শাহরুখের শ্বশুর কর্নেল রমেশের মূল বাড়ি হুশিয়াপুর জেলার পাতিতে হলেও তিনি ১৯৭০ সালে দিল্লীতে চলে আসেন। সেখানে বিয়ে করেন সবিতা ছিব্বরকে। তাদের ঘরে দুই সন্তানের জন্ম হয়। একজন শাহরুখের স্ত্রী গৌরি এবং একমাত্র পুত্র বিক্রান্ত।