সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ নেয়া বন্ধে লিগ্যাল নোটিশ

প্রকাশ: ২০১৬-০৩-০২ ১৫:৩২:০১


sim_fingerpritমোবাইল ফোনের সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ নেয়া বন্ধে সংশ্লিষ্ট ১১ জনের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট মামলা করা হবে বলে।

বুধবার দুপুরে আইনজীবী নিজেই বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, সিম নিবন্ধনের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গার প্রিন্ট (আঙ্গুলের ছাপ) সংগ্রহ বন্ধের নির্দেশনা চেয়ে সরকারসহ সংশ্লিষ্ট মোবইল অপারেটরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

লিগ্যাল নোটিশে ডাক ও টেলিযোগাযোগ সচিব, আইন সচিব, বিটিআরসি, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, গ্রামীণফোন, রবি, ইয়ারটেল, বাংলালিংক, টেলিটক ও সিটিসেল কর্তৃপক্ষসহ ১১ জনকে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী পল্লব আরো জানান, আঙ্গুলের ছাপ সংগ্রহ পদ্ধতি সম্পূর্ণ অবৈধ। বেসরকারিভাবে আঙ্গুলের ছাপ সংগ্রহ করার এর অপব্যবহারের আশঙ্কা রয়েছে। এ কারণেই আইনী নোটিশ পাঠিয়েছি।

সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ নেয়া সরকারের অনুমোদন সাপেক্ষে হলেও দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান এ আইনজীবী।