৮ বছর পর টেস্ট দলে এনামুল বিজয়

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১৬ ১১:১৪:৪০


ঢাকা প্রিমিয়ার লিগে সামর্থের পরিচয় দিয়েছেন, এক মৌসুমে ১৫ ম্যাচে করেছেন রেকর্ড ১ হাজার ১৩৮ রান। তারই প্রতিদান পেলেন এনামুল হক বিজয়।

দীর্ঘ ৮ বছর পর টেস্ট দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। ইয়াসির রাব্বি ইনজুরিতে পড়ায় দ্বিতীয় টেস্টে দলের সাথে যোগ দেবেন তিনি।

উইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আগে থেকেই ছিলেন। সবশেষ উইন্ডিজে গিয়ে প্রস্তুতি ম্যাচে ইয়াসির রাব্বি মেরুদণ্ডে চোট পাওয়ায় তিন ফরম্যাটেই দলে ডাক পেলেন এই ওপেনার। কাল উইন্ডিজ পাড়ি দেবেন বিজয়, বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

২০১৩ সালে টেস্ট অভিষেকের পর বাংলাদেশের হয়ে মাত্র ৪টি ম্যাচ খেলেছেন বিজয়। যার সর্বশেষটি ছিল ২০১৪ সালে উইন্ডিজের বিপক্ষে। ৮ বছর পর আবারও ক্যারিবিয়ানদের বিপক্ষেই ফিরছেন ২৯ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার।