আমিনুর রহমানকে অন্য বিভাগে বদলী করেছে বাংলাদেশ ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১৬ ১১:২২:৩৪

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনে দায়িত্বে থাকা মোহাম্মদ আমিনুর রহমান চৌধুরীকে অন্য বিভাগে সরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক গোলাম মহিউদ্দীন সাক্ষরিত এক চিঠিতে আমিনুর রহমানকে ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে বদলী করা হয়েছে।
এই আমিনুর রহমান দীর্ঘদিন ধরে ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনে ছিলেন। যিনি ওই বিভাগে থেকে সবসময় পুঁজিবাজার বিরোধী কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে অভিযোগ রয়েছে। যে কারণে আমিনুর রহমানকে ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় পুঁজিবাজার সংশ্লিষ্টরা খুশি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













