১৭ শতাংশ কমেছে শ্রীলংকার চা রফতানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১৮ ১১:১৫:৫৩

মে মাসে শ্রীলংকার চা রফতানি কমেছে ১৭ শতাংশ। এ সময়ে দেশটির রফতানীকৃত চায়ের পরিমাণ ছিল ১ কোটি ৯৭ লাখ কেজি। গত বছরের মে মাসে শ্রীলংকার রফতানীকৃত চায়ের পরিমাণ ছিল ২ কোটি ৩৭ লাখ কেজি। শ্রীলংকার চা নিলামকারক প্রতিষ্ঠান এশিয়া সায়াকার এক বিবৃতিতে এমনটা জানা যায়।
চলতি বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত শ্রীলংকার মোট রফতানীকৃত চায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ১৭ লাখ কেজি। তবে এটি গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বা ৮০ লাখ কেজি কম। ২০২১ সালের জানুয়ারি-মে পর্যন্ত দেশটির রফতানীকৃত চায়ের পরিমাণ ছিল ১০ কোটি ৯৯ লাখ কেজি। উল্লিখিত সময়ে শ্রীলংকার রফতানীকৃত চায়ের মোট মূল্য দাঁড়ায় ৪৬ কোটি ৯ লাখ ডলার। গত বছরের জানুয়ারি-মে পর্যন্ত শ্রীলংকার রফতানীকৃত চায়ের মোট মূল্য ছিল ৫২ কোটি ৬৬ লাখ ডলার।
মে মাসের শেষ নাগাদ ফ্রি অন বোর্ড পদ্ধতিতে প্রতি কেজি শ্রীলংকান চায়ের দাম দাঁড়ায় ৪ ডলার ৫৩ সেন্ট। গত বছরের একই সময়ে প্রতি কেজি শ্রীলংকান চায়ের দাম ছিল ৪ ডলার ৭৯ সেন্ট। শ্রীলংকায় চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও দেশটির উৎপাদিত চায়ের মূল আমদানিকারক উত্তর আফ্রিকা এবং ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের আমদানির পরিমাণ বজায় রেখেছে। তবে এ সময়ে লংকান চায়ের আমদানি কমিয়েছে তুরস্ক ও লিবিয়া। একই সময়ে চীন, হংকং, তাইওয়ান ও জাপানের বাজারে লংকান চায়ের আমদানি বেশ অল্প পরিমাণে হয়েছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













