এলএমইতে ১ শতাংশ কমেছে তামার দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১৯ ০৯:০৬:২৬

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) কমতে শুরু করেছে তামার দাম। দুর্বল চাহিদার প্রভাবে সর্বশেষ কার্যদিবসে ধাতুটির বাজারদরে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। খবর বিজনেস রেকর্ডার।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, তামার উৎপাদন ও ব্যবহারের দিক থেকে অন্যতম শীর্ষস্থানীয় দেশ চীন। সম্প্রতি দেশটির অর্থনীতির চাকা শ্লথ হয়ে পড়েছে। তার ওপর সম্ভাব্য বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে তামার চাহিদা কমছে।
তথ্য বলছে, এলএমইতে তিন মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম ১ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৯৮২ ডলারে। কার্যদিবসের শুরুতে পণ্যটির দাম গত বছরের অক্টোবরের চেয়েও কমে যায়। চলতি সপ্তাহে ধাতুটির দাম কমেছে ১ দশমিক ৭ শতাংশ।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













