হিলিতে কেজিতে ১০ টাকা কমেছে জিরার দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১৯ ০৯:১৬:৪৮

দেশের বাজারে ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে জিরা আমদানি বেড়েছে। সরবরাহ বাড়ায় খুচরা পর্যায়ে মসলাপণ্যটির দাম কেজিতে ১০ টাকা কমেছে। আগামী দিনগুলোয় দাম বাড়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ক্রেতা সংকটও রয়েছে। বিক্রি করতে না পারায় অনেক আমদানিকারক বন্দর থেকে জিরা খালাস করছেন না।
এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ১২১টি ট্রাকে ৩ হাজার ৩০৫ টন, ফেব্রুয়ারি মাসে ১১৩টি ট্রাকে ৩ হাজার ৯৭ টন, মার্চে ৭২টি ট্রাকে ১ হাজার ৯৬৫ টন, এপ্রিলে ৯০টি ট্রাকে ২ হাজার ৫১৭ টন এবং মে মাসে ১১০টি ট্রাকে ৩ হাজার ২৮ টন জিরা আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।
বর্তমানে বন্দর দিয়ে ভারত থেকে প্রতি টন জিরা প্রকারভেদে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮৫০ ডলার মূল্যে আমদানি করা হচ্ছে, যা কাস্টমস ১ হাজার ৮৫০ মার্কিন ডলার মূল্যে শুল্কায়ন করছে। প্রতি টন জিরা আমদানিতে শুল্ক বাবদ ৯৫ হাজার টাকা পরিশোধ করতে হচ্ছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি অব্যাহত রয়েছে। এতে বন্দর কর্তৃপক্ষের দৈনন্দিন আয় বেড়েছে। তবে বন্দর থেকে ব্যবসায়ীদের জিরা খালাস নেয়ার কার্যক্রম আগের চেয়ে অনেকটা কমে গেছে। বর্তমানে বন্দরের শেডগুলোয় ৫৩০ টন জিরা হল্টেজ অবস্থায় রয়েছে।
সানবিডি/ এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













