

টি-টোয়েন্টি ফরম্যাটের অগ্রদূত, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক, লেখক, সম্প্রচারক এবং পরামর্শদাতা মার্টিন ক্রো মারা গেছেন। ক্রো ২০১২ সাল থেকে লিম্ফোমা রোগে আক্রান্ত ছিলেন।
মার্টিন ক্রোর পরিবার এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে পরিবার জানায়, ২০১২ সালে লিম্ফোমা রোগে আক্রান্ত ক্রোর শারীরিক অবস্থার অবনতি ঘটে ২০১৪ সালে। দীর্ঘদিন রোগে ভুগে আজ সকালে ৫৩ বছর বয়সে অকল্যান্ডে তিনি মারা যান।
নিউজিল্যান্ড ক্রিকেট দলের সবথেকে সফল এ ব্যাটসম্যানের ১৯৮২ সালে ১৯ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয়। খুব দ্রুতই তার ব্যাটিং কৌশল বিশ্বব্যাপি প্রশংসিত হয়।
মার্টিন ক্রো তার টেস্ট ক্যারিয়া ১৭টি সেঞ্চুরি করেন। কিউই দলের হয়ে ব্যক্তিগত ২৯৯ রানের রেকর্ডটি তার ছিল। তবে সেই রেকর্ডটি ভাঙেন সদ্য অবসর নেয়া ব্রেন্ডন ম্যাককালাম।
১৯৯২ সালে ক্রোর নেতৃত্বে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ওঠে নিউজিল্যান্ড। তবে পাকিস্তানের বিপক্ষে হেরে ফাইনালে ওঠা হয়নি ব্লাকক্যাপসদের।
মার্টিন ক্রো ১৯৯৫ সালে হাঁটুর ইঞ্জুরিতে পড়েন। পরে মাত্র ৩৩ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানান ক্রো।