হিলিতে কেজিতে ৪০ টাকা কমেছে শুকনা মরিচের দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২০ ০৯:৪৬:২৪


দিনাজপুরের হিলি স্থলবন্দরে সরবরাহ বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে শুকনা মরিচের দাম কমেছে কেজিতে ৪০ টাকা। মূলত বাজারে সরবরাহ বাড়ায় দাম নিম্নমুখী। সরবরাহ অব্যাহত থাকলে আসন্ন ঈদুল আজহায় দাম বাড়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে শুকনা মরিচের দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের ভোক্তার মাঝে।

এ ব্যাপারে জানা গেছে, এক সপ্তাহ আগে প্রতি কেজি শুকনা মরিচ ২৫০-২৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। কিন্তু বর্তমানে তা কমে ২১০-২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি বাজারে শুকনা মরিচ কিনতে আসা শিউলি আকতার বলেন, হঠাৎ শুকনা মরিচের দাম বেড়ে যাওয়ায় আমরা খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম। বর্তমানে দাম কমতে শুরু করেছে। সামনের দিনে দাম যেন আরো কমে, সে দাবি জানাচ্ছি।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, বাজারে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে কোনো পণ্যের মূল্যবৃদ্ধি করতে না পারে, সেজন্য আমাদের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সানবিডি/এনজে