খরায় বিপর্যস্ত আর্জেন্টিনা: গম আবাদ কমার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২০ ১০:২৩:২৩


আর্জেন্টিনার কৃষি খাত গত বছর থেকেই ভয়াবহ খরায় বিপর্যস্ত। প্রধান প্রধান উৎপাদন অঞ্চলে পরিস্থিতির উন্নতি না হলে ২০২২-২৩ বিপণন মৌসুমে দেশটিতে গমের আবাদ কমে যেতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে বুয়েন্স আয়ার্স গ্রেইনস এক্সচেঞ্জ। এর আগের দুই মৌসুমেও আবাদ নিম্নমুখী ছিল।

তথ্য বলছে, বর্তমানে আর্জেন্টিনা বিশ্বের শীর্ষ গম রফতানিকারক। এছাড়া সয়াবিন তেল ও সয়ামিল রফতানিতেও নেতৃস্থানীয় লাতিন আমেরিকার এ দেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে খাদ্যশস্য সরবরাহে দেশটির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ কৃষ্ণ সাগরীয় বন্দরগুলো অবরুদ্ধ থাকায় তলানিতে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি। অন্যদিকে পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞার কারণে প্রতিবন্ধকতার মধ্যে রাশিয়ার রফতানিও।

কিন্তু গম আবাদের ক্ষেত্রে খুব খারাপ সময় পার করছে আর্জেন্টিনার কৃষক। মাটিতে আর্দ্রতার পরিমাণ কম থাকায় উপযুক্ত সময়ে আবাদ সম্পন্ন করা যাচ্ছে না। তার ওপর সারের আকাশছোঁয়া দাম পরিস্থিতিতে আরো জটিল করে তুলেছে। এসব চ্যালেঞ্জ উৎপাদন বৃদ্ধির সক্ষমতায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এক্সচেঞ্জের দেয়া তথ্যমতে, আর্জেন্টিনায় গম আবাদি জমির পরিমাণ ধরা হয়েছে ৬৪ লাখ হেক্টর। এক মাস আগে দেয়া পূর্বাভাসে জমির পরিমাণ ধরা হয়েছিল ৬৬ লাখ হেক্টর। এ নিয়ে টানা তিন মৌসুমে দেশটিতে গমের আবাদ কমতে যাচ্ছে।

সানবিডি/এনজে