ক্রিকেট যুদ্ধেও পাকিস্তানকে বধ করায় টাইগারসদের অভিনন্দন

প্রকাশ: ২০১৬-০৩-০৩ ১১:৪৭:১৫


Bangladesh’s Soumya Sarkar plays a shot during the Asia Cup Twenty20 international cricket match against Pakistan in Dhaka, Bangladesh, Wednesday, March 2, 2016. (AP Photo/A.M. Ahad)

স্বাধীনতার অগ্নীঝরা মার্চে চির শত্রু পাকিস্তানকে ক্রিকেট যুদ্ধেও পরাজিত করায় বাংলাদেশ ক্রিকেট টাইগারসদের অভিনন্দন জানান বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)।

বৃহস্পতিবার (৩ মার্চ) সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।
সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, বাংলার দামাল ছেলেদের উদ্যম, একাগ্রহতা ও উচ্চাসের সমন্বয় প্রচেষ্ঠায় কিভাবে বিজয় অর্জন করতে হয়, তা শুধু  পাকিস্তানকেই নয়, পুরো বিশ্ববাসীকে আবারও দেখিয়েছে, চিরশত্রু পাকিস্তানকে বধ করেছে।
তিনি আরও বলেন, অফিসিয়াল ফাইনাল না হলেও বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি বাংলাদেশের জনগণের জন্য এটিই ফাইনাল, উত্তেজনাকর যা ঐতিহাসিক বিজয় অর্জনের মধ্য দিয়ে এ প্রজন্ম নতুন উদ্যমে এগিয়ে যাবে ও বাংলাদেশকে এগিয়ে নিবে।
পতাকা দিবসে লাল-সবুজ’র রং এ ক্রিকেট গ্যালারীসহ পথে-প্রান্তরে যারা নৈপূণ্য দৃশ্যের অবতারণা করেছে তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আগামী ম্যাচগুলোতেও একই সমর্থন ও সাহস প্রদান করার জন্য ক্রিকেট ভক্তদের প্রতি আহবান জানান বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়।
সানবিডি/ঢাকা/এসএস