গাজীপুর: জেলার কালিয়াকৈরের পল্লিবিদ্যুৎ এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ ভেঙে ২ কোটি টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে তিনটার দিকে এ ব্যাংকলুটের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে রাত সাড়ে ৩টার দিকে ‘মানিপ্ল্যান্ট’ নামের একটি নিরাপত্তা ও এটিএম ব্যবস্থাপনা সেবাদানকারী প্রতিষ্ঠানের গাড়ি টাকা রাখতে আসে। তারা টাকাভর্তি দুটি ট্রাংক ওই বুথে নেয়ার সময় গানম্যান, নিরাপত্তাকর্মী, ব্যাংকের কর্মকর্তা মিলে মোট ৭ জন উপস্থিত ছিলেন।
সেসময় একটি পিকআপ নিয়ে ১০ থেকে ১৫ জনের একদল দুর্বৃত্ত ওই বুথে অতর্কিতে হামলা চালায়। তারা নিরাপত্তাকর্মীদের মারধর করে প্রায় ১ কোটি ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। মানিপ্ল্যান্টের কর্মকর্তারা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুথে ব্যাংকের লোকজন দাবি অনুয়ায়ী তাদের কথায় অসংগতি পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।