সিলেট-সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর ১ কোটি ২০ লাখ টাকা বিশেষ বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২১ ২১:৫৮:২৮
দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে আজ মঙ্গলবার সিলেট ও সুনামগঞ্জের জন্য ১ কোটি ২০ লাখ টাকা বিশেষ বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোশাররফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রধানমন্ত্রী তার নিজস্ব তহবিল থেকে সিলেট ও সুনামগঞ্জের জন্য বিশেষ বরাদ্দ দিয়েছেন। বিভাগের বন্যা কবলিত প্রতিটি উপজেলার জন্য ৫ লক্ষ টাকা করে বরাদ্দ দিয়েছেন তিনি।’
‘সে হিসেবে সিলেট জেলার ১৩টি উপজেলার জন্য মোট ৬৫ লাখ টাকা এবং সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার জন্য ৫৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী,’ বলেন তিনি।
বিভাগীয় কমিশনার আরও বলেন, এখন পর্যন্ত বিভাগের চার জেলার বন্যার্তদের মধ্যে ১ হাজার ৩০৭ টন চাল, ২ কোটি ৪৫ লাখ টাকা এবং ২৪ হাজার ৩১৮ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের কাছে পর্যাপ্ত বরাদ্দ আছে এবং ধারাবাহিকভাবে বন্যার্ত সবার মধ্যে ত্রাণ বিতরণ করা হবে।’
এএ