ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল, তিনে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২৩ ১৭:২৬:৫৬

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা বৃহস্পতিবার র্যাঙ্কিং আপডেট করেছে। ঘোষিত ওই র্যাঙ্কিংয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল শীর্ষস্থান ধরে রেখেছে। দীর্ঘদিন পরে ব্রাজিল গত ৩১ মার্চ ঘোষিত র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে নিয়েছিল।
ফিফা ঘোষিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনার। লিওনেল স্কালোনির অধীনে দলটির ইতালির বিপক্ষে বড় ব্যবধানে লা ফিনালিসিমা জিতেছে। মেসির পাঁচ গোলে এস্তোনিয়াকে বিধ্বস্ত করছে। র্যাঙ্কিংয়ে সুখবর পেয়ে চার থেকে তিনে উঠেছে আলবিসেলেস্তেরা।
এছাড়া ফিফা র্যাঙ্কিংয়ে পূর্বের মতো দ্বিতীয় স্থানে আছে বেলজিয়াম। তবে ফ্রান্স উয়েফা নেশনস লিগে সেরা ফুটবল দেখাতে না পারায় তিন থেকে নেমে গেছে চারে। স্পেন এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












