জেরুজালেমে বাসে হামলায় তিন ইসরায়েলি নিহত

আপডেট: ২০১৫-১০-১৩ ১৮:১২:১৬


ফাইল ছবি
ফাইল ছবি

জেরুজালেমে বাসে বন্দুকধারীর হামলা ও ছুরিকাঘাতে কমপক্ষে তিন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। মঙ্গলবারের এ হামলায় আহত হয়েছে আরো ১৬ বাসযাত্রী। ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, জেরুজালেমে একটি বাসে দুই বন্দুকধারী উঠে যাত্রীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এ সময় তাদের গুলি ও ছুরিকাঘাতে দুই ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। এছাড়া শহরের অন্য একটি এলাকায় ছুরিকাঘাতে অপর এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

জেরুজালেমে আল আকসা মসজিদে ফিলিস্তিনি নাগরিকদের প্রবেশে ইসরায়েলের কড়াকড়ি আরোপের পর ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। গত কয়েকদিন ধরে চলা সহিংসতায় এ পর্যন্ত ফিলিস্তিনিদের ছুরিকাঘাতে অন্তত ১২ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকেই। এছাড়া সহিংসতায় ১৭ ফিলিস্তিনি নাগরিকও নিহত হয়েছে।

মঙ্গলবারের এ হামলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এসময় পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছে।