আজ ব্যাংক খোলা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২৫ ১০:৪৬:৫১

হজ ব্যবস্থাপনার সুবিধার্থে শনিবার (২৫ জুন) ছুটির দিনে ব্যাংক খোলা রয়েছে। বাংলাদেশ ব্যাংক এক নির্দেশানায় এ তথ্য জানায়।
নির্দেশানায় জানায়, হজ ব্যবস্থাপনার স্বার্থে শনিবার (২৫ জুন) সাপ্তাহিক ছুটির দিনে সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংক খোলা রাখতে হবে। এদিন হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখাসমূহ পূর্ণদিবস খোলা থাকবে।
উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। গত ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট।
এম জে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













