২৫ শতাংশ কমেছে বেটার কটনের তুলা উৎপাদন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২৬ ০৯:২৩:৪২

বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় তুলা উৎপাদক কোম্পানি বেটার কটন। বৈশ্বিক উৎপাদনের ২০ শতাংশই আসে এ কোম্পানি থেকে। কিন্তু কোম্পানিটির তুলা উৎপাদন এক বছরের ব্যবধানে ২৫ শতাংশ কমেছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া, বাজার পরিস্থিতি ও রাজনৈতিক পরিস্থিতির কারণে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে। সম্প্রতি প্রকাশিত সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে এ চিত্র উঠে আসে।
বেটার কটনের সিইও অ্যালেন ম্যাকক্লে বলেন, বেটার কটন টেকসই তুলা উৎপাদনকে উৎসাহিত করে। বৈশ্বিক উৎপাদিত তুলার এক-পঞ্চমাংশই সরবরাহ করছে বেটার কটন। তবে এ বছর কভিড মহামারী, জলবায়ু ও জীববৈচিত্র্য সংক্রান্ত নানা ইস্যুতে উৎপাদন ব্যাহত হয়েছে।
এই প্রতিবেদনে দেখা যায়, ২০২০-২১ মৌসুমে ২৬টি দেশে ২৯ লাখ কৃষককে প্রশিক্ষণ দিয়েছে বেটার কটন। এ সময়ে ২২ লাখে বেশি কৃষক বেটার কটনকে ৪৭ লাখ টন তুলা সরবরাহ করেছে, যা বৈশ্বিক মোট তুলা উৎপাদনের এক-পঞ্চমাংশ। এ মৌসুমের প্রথম তুলা সংগ্রহ করা হয়েছে গ্রিস ও মিসর থেকে। ২০২০ সালের বার্ষিক প্রতিবেদনে দেখা যায় ওই মৌসুমে বেটার কটনের উৎপাদিত তুলার মোট পরিমাণ ছিল ৬২ লাখ টন।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













